পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার প্রস্তুতকারীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে শহরের খরমপুর এলাকাস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মুনতাসীর বিল্লাহ, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহজাদা ভুঁইয়া প্রমুখ।
এসময় ইফতার প্রস্তুতকারীদের পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাদ্য তৈরিসহ নানা বিষয়ে সচেতন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় শহরের ৩০ জন ইফতার প্রস্তুতকারক ও বিক্রেতা অংশ নেন।