শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান বইমেলায় শেরপুরের লেখকদের বুক কর্নার উদ্বোধন এবং কবি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শনিবার সকালে শেরপুর জেলা ডিসি উদ্যান চত্বরে ভ্রাম্যমান বইমেলা মাঠে শেরপুরের বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিকদের আড্ডা অনুষ্ঠিত হয়।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কবি আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক ও ভ্রাম্যমান লাইব্রেরীর প্রকল্প পরিচালক বিশিষ্ট অনুবাদক অনন্ত উজ্জ্বল।
এ সময় অন্যান্য কবি সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে আড্ডায় অংশগ্রহণ করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল ও লেখক মনীরুজ্জামান মুনীর, নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও সংগঠক হাকিম বাবুল, কবি রাবিউল ইসলাম, ছড়াকার ও শিশু সাহিত্যিক আশরাফ আলী চারু, কবি হাসান শরাফত, কবি এমএইচ মুকুল, কবি ও প্রভাষক আজাদ সরকার, কবি উমর ফারুক, কবি হানজালা, আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, সাইলেন্ট বুক রিডিং এর সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি সাদেকা তাবাসসুম, ইয়া মনি, আব্দুর রহমান প্রমুখ।
আড্ডায় উপস্থিত সকল কবির পরিচয় পর্ব এবং তার সাহিত্যকর্মের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান শেষে নির্ধারিত দুই কবির মধ্যে কবি রাবিউল ইসলাম শেরপুরের আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ এবং এমএইচ মুকুল শেরপুরের হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন।
এর আগে বইমেলায় শেরপুরের লেখকদের বুক কর্নার উদ্বোধন করা হয়। এসময় ১০ জন কবির বই বিক্রির জন্য বুক কর্নারে প্রদর্শন করা হয় ।