শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ২২ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরে প্রধান অতিথি অভিবাদন মঞ্চ থেকে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগেণর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্লেস-এর পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, একাডেমীর শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ।
পরে বিভিন্ন ধরনের দৌড়, লাফ, মোরগ লড়াই, মেধা যাচাই সহ নিধারিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া প্লেসের শিক্ষকমন্ডলী, কর্মচারি, অভিভাবক এবং অতিথিরাও তাদের জন্য নির্ধারিত খেলাধুলায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি প্লেস পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।