শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে ২১ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকা থেকে ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চু (৩৪) ও নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড় থেকে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারিরা হলো- সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সূর্বনেরচর গ্রামের মোঃ সুলতান হোসেনের ছেলে মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চু ও নালিতাবাড়ী উপজেলার পূর্বসমচূড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়ন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জুয়েলরানা, তারিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম ও সোহরাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি নতুন বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৮০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোতালেব হোসেন ওরফে বাচ্চুকে হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২২ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার গড়ের গাঁও চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় আইকন মদসহ মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফর নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মাদক কারবারি মোতালেব হোসেন ওরফে বাচ্চুর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে আরেক মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন ওরফে লুৎফরের বিরুদ্ধে নকলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ধৃত মাদক কারবারিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।