শেরপুরে অমর একুশে বইমেলায় প্রকাশিত দুই কবির প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থ দুটি হচ্ছে কবি রাবিউল ইসলাম এর আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ “আঙ্গর মুহের আও” এবং কবি হারুনুর রশীদ এর কাব্যগ্রন্থ “হারু মিয়া”।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট লেখক ও আলোচক শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল আহসান।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আ জ ম রেজাউল করিম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, শেরপুর প্রেসক্লাব একাংশের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
আলোচনা সভা শেষে অতিথিরা অমর একুশে বইমেলায় প্রকাশিত দুই কবির বইয়ের উন্মোচন করেন। এসময় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য সহ অন্যান্য কবি-সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।