‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও অসমর্থ যুবদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা সহায়তায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তা তুলে দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন গণঅভ্যুত্থানে আহত ৫৪ জনের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।