শেরপুর জেলার নকলা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নেতারা হলেন- উপজেলার পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক পিপড়ী গ্রামের হায়দার আলী (৩৭), গৌড়দ্বার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পাইশকা গ্রামের আব্দুর রশিদ (৫৭) ও টালকী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামেরকান্দি গ্রামের বাদশা মিয়া (৫৯)।
এদের মধ্যে হায়দার আলীকে ৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শেরপুর সদর থানা এলাকা এবং আব্দুর রশিদ ও বাদশা মিয়াকে রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত বছরের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্ধিগ্ধ আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।