শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল দল। শেরপুর সরকারী কলেজ মাঠে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়কে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। নির্ধারিত ৪০ ওভারের খেলায় সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভার ৪ বলে ১৮১ রান তুলে অলআউট হয় আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। দলের পক্ষে ব্যাটার আলআমিন ২৮ রান, আমুল ২৫ রান, ওপেনার ফয়সাল ও অলরাউন্ডার সিয়াম হাসান ১৫ রান করে যোগ করেন এবং অতিরিক্ত থেকে যোগ হয় ৪৪ রান। জি.কে পাইলটের স্পিনার মোখলেছ ও পেশার রাজেদুল রিয়েন যথাক্রমে ১৪ ও ৩০ রানে দু’টি করে উইকেট দখলে নেন। জবাবে ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ৩০ ওভার ২ বলে ১১৯ রানে অলআউট হলে ৬২ রানের জয় পায় আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল দল।
দলের পক্ষে ব্যাট হাতে ওপেনার ফারদিন রায়হান ২৯ রান, আবিদ বিজয় ১০ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। আইডিয়ালের স্পিনার সিয়াম ইসলাম ২২ ানে দু’টি এবং পেশার সিয়াম হাসান ২টি করে উইকেট লাভ করেন। উভয় ইনিংসেই এদিন ৩ জন করে ব্যাটসম্যান রানআউটের ফাঁদে কাটা পড়েন। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিসিবি’র ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা (নর্থ) শেরপুর ভেন্যুতে জেলা সদরের ৪টি স্কুল নিয়ে এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার থেকে শেরপুর সরকারী কলেজ মাঠে শুরু হওয়া দলগুলো রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল-১৮১/১০, ৩৭.৪ ওভার (আলআমিন ২৮, আমামুল ২৫, সিয়াম হাসান ১৫, অতি: ৪৪, মোখলেছ-২/১৪, রাজেদুল রিয়ান ২/৩০)। জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-১১৯/১০, ৩০.১ ওভার (ফারদিন রায়হান ২৯, আবিদ বিজয় ১৭, অতি: ৩৪, সিয়াম ইসলাম ৩/২২, সিয়াম হাসান ২/১০)। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল ৬২ রানে জয়ী।