শেরপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২৪ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক শামীম আহমেদ। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।