শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
- আপডেট সময় : ১০:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য ওয়াকাথন বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ,টি,এম আমিনুল ইসলামের সভাপতিত্বে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, আমাদের ৫ আগস্টের পরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের উদ্দশ্যে হচ্ছে দেশটাকে পরিবর্তন করা, দেশ আগে যেমন ছিল, যে অরাজকতার মধ্যে আমরা দেখেছি সেটা থেকে একটা ভালো অবস্থানে ভিত্তি স্থাপন করা। সরকার দেশটাকে ভালো করতে কাজ করছে, তার সাথে আমরা কাজ করছি সরকারে পক্ষ থেকে। এ অবস্থায় আমরা আগে যেসব দুর্নীতি, যেসব অরাজকতা ছিল তা কখনই আমরা কামনা করি নাই। আমি ব্যক্তিগতভাবে আগেও কামনা করি নাই, এখনও তা কামনা করি না। সবাইকে আহ্বান জানানো আমাদের এই জুলাই-আগস্টে বিপ্লব ধারণ করে আমাদের যত ধরনের অস্বচ্ছতা যেখানেই আছে সেটা আমরা দূর করবো।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচার-আচরণ পরিবর্তন করতে হবে। সমাজসেবা মনোভাব আমাদের থাকতে হবে। তাহলে অবহেলিত, পশ্চাৎপদ, দুঃস্থ ও দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ, সামাজিক নিরাপত্তা প্রদান ও তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে কাজ করতে পারবেন। সমাজসেবা ক্ষেত্রে এনজিও গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মুক্ত আড্ডায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি এস.এম. শহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা আহ্বায়ক মামুনুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, শেরপুর সমন্বিত স্বাস্থ্যসেবা সংস্থার সাধারণ সম্পাদক ডা. বুশরা আমেনা প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মুক্ত আড্ডা শেষে জুলাই বিপ্লবী হিসেবে ৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়।