Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী টি-টেন ফরমেটে অনুষ্ঠিত এ ক্রিকেট প্রতিযোগিতা ২৪ ডিসেম্বর মঙ্গলবার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আইডিয়াল ক্রিকেট একাডেমী ৯ রানে সরকারী ভিক্টোরিয়া একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে টস জিতে আইডিয়াল ক্রিকেট একাডেমী ব্যাটার ফয়সাল (৭ ছয় ও ২ চারে ২৮ বলে ৬১ রান) ও অনন্য’র (২ চারে ১৫ বলে ১৬ রান) মারমুখি ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে। সরকারী ভিক্টোরিয়া একাডেমীর বোলার আজিজুল, সিনহা, লাম, রায়হান ও রাজন সকলেই একটি করে উইকেট লাভ করেন। জবাবে ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সরকারী ভিক্টোরিয়া একাডেমীর ওপেনার ইয়াকুব (৪টি ছক্কা ও ২টি চারে ২৪ বলে ৪৩ রান) ও রনক (৪টি চারে ১৯ বলে ২৪ রান) ভাল সূচনা করলেও মাঝপথে এসে পর পর দু’টি উইকেট পড়ে যাওয়ায় তারা ধাক্কা খায়। সেসময় আইডিয়ালের বোলার ও ফিল্ডারদের আটসাটে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে শেষপর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯০ রানে গিয়ে ভিক্টোরিয়ার ইনিংস শেষ হয়। জয়ের সম্ভাবনা তৈরী করেও ৯ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ভিক্টোরিয়ানদের। আইডিয়ালের পক্ষে বোলার কাজল, আলামিন ও জনি একটি করে উইকেট দখল করেন।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। সর্বোচ্চ ৬১ রান সংগ্রাহক আইডিয়াল ক্রিকেট একাডেমীর ফয়সাল ম্যান অব দি ফাইনালের পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো কামাল উদ্দিন। এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, বিশেষ অতিথি মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, হানিফ উদ্দিন, আম্পায়ার হাকিম বাবুল, রাফিউল ইসলাম রুমেল, আব্দুল মান্নান, স্কোরার সুজন, ক্রিকেট কোচ রাজীব আহমেদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, ক্রিকেটার সহ অন্যান্যরা।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরে এই প্রথমবারের মতো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের মাধ্যমিক পর্যায়ের ২টি বিদ্যালয় ও ২টি ক্রিকেট একাডেমীর ক্রিকেটাররা নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নালিতাবাড়ীতে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ: মোটরসাইকেলে আগুন, আটক ১৮

শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Update Time : ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী টি-টেন ফরমেটে অনুষ্ঠিত এ ক্রিকেট প্রতিযোগিতা ২৪ ডিসেম্বর মঙ্গলবার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আইডিয়াল ক্রিকেট একাডেমী ৯ রানে সরকারী ভিক্টোরিয়া একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে টস জিতে আইডিয়াল ক্রিকেট একাডেমী ব্যাটার ফয়সাল (৭ ছয় ও ২ চারে ২৮ বলে ৬১ রান) ও অনন্য’র (২ চারে ১৫ বলে ১৬ রান) মারমুখি ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে। সরকারী ভিক্টোরিয়া একাডেমীর বোলার আজিজুল, সিনহা, লাম, রায়হান ও রাজন সকলেই একটি করে উইকেট লাভ করেন। জবাবে ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সরকারী ভিক্টোরিয়া একাডেমীর ওপেনার ইয়াকুব (৪টি ছক্কা ও ২টি চারে ২৪ বলে ৪৩ রান) ও রনক (৪টি চারে ১৯ বলে ২৪ রান) ভাল সূচনা করলেও মাঝপথে এসে পর পর দু’টি উইকেট পড়ে যাওয়ায় তারা ধাক্কা খায়। সেসময় আইডিয়ালের বোলার ও ফিল্ডারদের আটসাটে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে শেষপর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯০ রানে গিয়ে ভিক্টোরিয়ার ইনিংস শেষ হয়। জয়ের সম্ভাবনা তৈরী করেও ৯ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ভিক্টোরিয়ানদের। আইডিয়ালের পক্ষে বোলার কাজল, আলামিন ও জনি একটি করে উইকেট দখল করেন।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। সর্বোচ্চ ৬১ রান সংগ্রাহক আইডিয়াল ক্রিকেট একাডেমীর ফয়সাল ম্যান অব দি ফাইনালের পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো কামাল উদ্দিন। এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, বিশেষ অতিথি মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।

বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, হানিফ উদ্দিন, আম্পায়ার হাকিম বাবুল, রাফিউল ইসলাম রুমেল, আব্দুল মান্নান, স্কোরার সুজন, ক্রিকেট কোচ রাজীব আহমেদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, ক্রিকেটার সহ অন্যান্যরা।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরে এই প্রথমবারের মতো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের মাধ্যমিক পর্যায়ের ২টি বিদ্যালয় ও ২টি ক্রিকেট একাডেমীর ক্রিকেটাররা নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।