নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা
- আপডেট সময় : ০৯:৫২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
শেরপুর জেলার নকলা উপজেলাতে যুব ফোরামের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের বাস্তবায়নে ওই সভা অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা যুব ফোরামের আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, নকলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক হাসান মিয়া ও লিমন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় সেবিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে সহজে কান নাদিতে অনুরোধ করা হয়। অধিকতর সত্যতার প্রমান ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কোন কিছুকে শেয়ার করা বা কোন মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। দেশ ও জাতির কল্যাণকর যেকোন বিষয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করারও পরামর্শ দেন বক্তারা।
এসময় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারী স্বেচ্ছাসবক রাইয়ান আল মাহাদী, জান্নাতুল মাওন জেবা, সাফাক বিন নূর, ইয়াসিন আরাফাত, মোশাররফ হোসেন শ্যামল, নাঈম মিয়া, সাদ্দাম হোসাইন, জয় রবি দাস, আফিফা সুলতানা, আফরোজা জাহান ফারিন, সাদিয়া আফরিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও নকলা উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।