আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৩ মার্চ রোববার রাতে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখ্য সংগঠক মোর্শেদ জিতু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, মুখপাত্র ফারদিন ফুয়াদ তুহিন, সংগঠক নাহিম আহমেদ নিলয়, সোহানুর রহমান সোহান, আরাফাত রহমান সিয়াম ও জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি লিখন মিয়াসহ আরও অনেকে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনোই চায় না। অথচ এখনো হাসিনার বিচার হয়নি। ২৪- এর অভ্যুত্থানের পরও যোদ্ধাদের আবার মাঠে নামতে হচ্ছে, যা দুঃখজনক।
দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচারের দাবি জানান শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
Reporter Name 






















