শেরপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদর মধ্যে ড্রাইভিং পেশায় কাজ করতে আগ্রহীদের জেলা পুলিশের উদ্যোগে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষায় বোর্ড সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
পরীক্ষায় ড্রাইভিং পেশায় আগ্রহী পুলিশ সদস্যদেরকে জিগজ্যাক টেস্ট, রোড টেস্ট, ড্রাইভিং সংক্রান্তে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস (ড্রাইভিং লাইসেন্স হালকা, মাঝারি ও ভারী) যাচাই বাছাই শেষে ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।
এসময় ড্রাইভিং পরীক্ষার বোর্ড সদস্য পুলিশ পরিদর্শক (শওযা) মোঃ আব্দুর রহমান ভূঁঞা, পুলিশ পরিদর্শক (আরআই ভারপ্রাপ্ত) মোঃ মনজুরুল হক, রিজার্ভ অফিসের আরওআই মোঃ লুৎফর রহমান-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও সকল পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।