শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি আব্দুল আওয়াল চৌধুরী, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরায় কালো পর্দা টানানো, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।