শেরপুর শহরের প্রাণকেন্দ্র তিনআনী বাজার এলাকায় জেলা পুলিশের উদ্যোগে সংস্কারপূর্বক জেলা ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা ট্রাফিক অফিস অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপারকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান টিআই (প্রশাসন) মো. তারিকুল আলম।
ওই সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর ট্রাফিকের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।