শেরপুর জেলার সদর থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন। শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
১৬ ফেব্রুয়ারি রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে সদর থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
জানা যায়, সামগ্রিক কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।
এব্যাপারে এসআই মোঃ আনোয়ার হোসেন বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি সদর থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। সকলের সহযোগিতার কারণে এই গৌরব অর্জন হয়েছে। সদর থানার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় সদর থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।