Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭ Time View

প্রবাসীদের নানা সমস্যা সমাধান শেরপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (অর্থ ও কল্যাণ) পরিচালক এবং যুগ্মসচিব মো. গিয়াস উদ্দিন।

ওইসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে। তাই বৈধপথে পথে প্রবাসে গিয়ে কেউ মারা গেলে কর্মরত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। পরে সেই প্রতিষ্ঠানের কাছে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ মোটা অংকের টাকাও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া প্রবাসে চাকুরীরত অবস্থায় কোন প্রবাসী মারা গেলে লাশ নিয়ে নানা জটিলতা শুরু হয়। সে বিষয়েও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সংশিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করে সরকারি খরচে মৃতের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারি পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের কাউন্সিলর নূর মোহাম্মদ। সেমিনারে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সেমিনার

Update Time : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

প্রবাসীদের নানা সমস্যা সমাধান শেরপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (অর্থ ও কল্যাণ) পরিচালক এবং যুগ্মসচিব মো. গিয়াস উদ্দিন।

ওইসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে। তাই বৈধপথে পথে প্রবাসে গিয়ে কেউ মারা গেলে কর্মরত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। পরে সেই প্রতিষ্ঠানের কাছে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ মোটা অংকের টাকাও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া প্রবাসে চাকুরীরত অবস্থায় কোন প্রবাসী মারা গেলে লাশ নিয়ে নানা জটিলতা শুরু হয়। সে বিষয়েও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সংশিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করে সরকারি খরচে মৃতের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারি পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের কাউন্সিলর নূর মোহাম্মদ। সেমিনারে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।