বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি’র নেতৃত্বে জেলা শহরের ডিসি গেইট মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসি গেইট মোড়ে এক সংক্ষিপ্ত পথসমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি।
এসময় তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে।
পথসমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার জাহান, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুস, রফিকুল ইসলাম, সোলায়মান হোসেন সোলে, রিয়াজুল ইসলাম মঞ্জু, শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।