শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় জেলা বিচার বিভাগের উদ্যোগে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহবুব আলম মুয়াদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ, মো. হাসান ভুইয়া, সুলতান মাহমুদ মিলন ও মেহেদি হাসান, সিনিয়র সহকারী জজ মো. মুসলিম উদ্দিন প্রমুখ।
এর আগে সকালে জেলা আইনজীবী সমিতির তরফ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সমিতির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।
আরও বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা। অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকগণ ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আব্দুস সবুর মিনাকে একজন চৌকস বিচারক হিসেবে উল্লেখ করে বলেন, শেরপুরে তার প্রায় ৪ বছরের কর্মকালীন সময়ে আইনজীবী সমাজ ও বিচারপ্রার্থী মানুষ বিশাল সহায়তা পেয়েছে। তিনি একাধিক সময় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা বদলিমূলে বাগেরহাট বিচার বিভাগে একই পদে যোগদান করছেন।