শেরপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক শেরপুর শাখার আয়োজনে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন বয়ড়া পরানপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শতাধিক শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যমুনা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুল হক এর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি, যমুনা ব্যাংক শেরপুর শাখার উপদেষ্টা ও প্যানেল আইনজীবী এবং অতিরিক্ত পিপি এডভোকেট ছামিউল ইসলাম আতাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বয়ড়া পরানপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তোজাম্মেল হক।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতি যমুনা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুল হক বলেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ব্যাংকিং কার্যক্রম সেবার পাশাপাশি আত্ম মানবেতর সেবায় সারাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য সেবা বিনা টাকায় দিয়ে যাচ্ছে গরীব ও অসহায় মানুষদের। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রতি বছরের মতো এবছরও শেরপুর জেলার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
কম্বল বিতরণকালে যমুনা ব্যাংক শেরপুর শাখার অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বয়ড়া পরানপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা বিল্লাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী শীতার্ত নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।