শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সেমিনার হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে ১৩ জানুয়ারি সোমবার আইসিটি ডিভিশনের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সীর সহায়তায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রযুক্তির ব্যবহার, সাইবার নিরাপত্তা ঝুঁকি ও করণীয় সম্পর্কে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব উল-আহসান, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ কমল উদ্দিন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সাংবাদিক কাকন রেজা, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
সেমিনারে বিগত সরকারের নিবর্তনমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ এর পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ধনের কুকির ব্যবহার এবং সাইবার বুলিং থেকে সুরক্ষায় করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও সংগঠক, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র ও তরুণ প্রতিনিধি সহ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।