শেরপুরে গ্রামীণ ফোন লিমিটেড এর B2B কর্পোরেট সপ্তাহ উদযাপন হয়েছে। এ উপলক্ষে ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেরপুর জেলার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের প্রধান কার্যালয় ঢাকলহাটীস্থ গ্রামীণ ফোন লিমিটেড এর আয়োজনে জেএন্ডএস গ্রুপের সম্মেলন কক্ষে জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন (করবাহাদুর) কেক কাটেন।
এসময় গ্রামীণ ফোন লিমিটেড এর স্ট্র্যাটেজিক একাউন্ট ম্যানেজার মোঃ জাহেদ আল করিম তানভীর, কী একাউন্ট ম্যানেজার মোঃ রাসেল পারভেজ, জেএন্ডএস গ্রুপের একাউন্টস ম্যানেজার মোঃ আনজিরুল ইসলাম উজ্জল, প্রকিউম্যান হেড মোল্লা মোঃ আবু সাঈদ সুজন, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার প্রধান প্রতিবেদক মোঃ হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।