ঝিনাইগাতীতে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ৫ জানুয়ারি রোববার দুপুর পনে ১টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬ বোতল ফেনসিডিল এবং ১ লাখ টাকাসহ মোঃ কায়েস আহমেদ ও মোঃ ইদ্রিস আলী নামে দুই মাদক কারবারিকে আটক করেছে।
ধৃত মাদক কারবারিরা হলো- ঝিনাইগাতী সদর ইউনিয়নের বাসিন্দা মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ কায়েস আহমেদ ও মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ ইদ্রিস আলী।
এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীর শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এনএম নাহিয়ানের নেতৃত্বে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুরে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ কায়েস আহমেদ ও মোঃ ইদ্রিস আলীকে আটক করে। পরে অভিযানিক দল তাদের বসত বাড়িতে তল্লাশী করে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১ লাখ টাকা উদ্ধার করে। পরে ধৃতদের রোববার ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।