সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ধানখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রসাইতলা শিংমারী এলাকায় ধানখেত থেকে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে আবু বক্কর সিদ্দীক (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবু বক্কর সিদ্দীক পার্শ্ববর্তী পলাশীয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , নালিতাবাড়ী উপজেলার রসাইতলা শিংমারী এলাকায় একটি ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্কর সিদ্দীকের লাশ এবং তার পাশে থেকে একটি বিষের বোতল উদ্ধার করে।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।