শেরপুরে সেনা সদস্য ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামের আলোচিত সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার আব্দুস সালামের ছেলে রঞ্জু মিয়া (৩৩) ও একই গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে হামিদ মিয়া (৫০)। এ নিয়ে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যার গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২ জন।
র্যাব সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার হাছেন আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে সিলেট জেলায় ৫ বীর এ কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়া মহল্লায় বিয়ে করেন তিনি। এদিকে ছুটিতে এসে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে তাদের ক্ষেতে ধান কাটতে যান। পরে ওয়াসিম আকরাম ধান কেটে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে পূর্ব বিরোধের জের ধরে জেঠাতো ভাই অন্যান্যরা ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ওয়াসিম আকরামের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনকে চিহ্নিত ও আরো ৩৩ জনকে অজ্ঞাত আসামি করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে র্যাব-১৪ শুক্রবার ভোরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে মামলার প্রধান আসামি রঞ্জু মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পল্লীবিদ্যুৎ মোড়ে অভিযান চালিয়ে একই মামলার অপর আসামি হামিদ মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী শুক্রবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।