Dhaka ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে ক্যাবের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৩৯ Time View

আলু, পেঁয়াজ, সয়াবিন তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়শন অব বাংলাদেশ (ক্যাব)।
৭ ডিসেম্বর শনিবার সকালে শহরের খরমপুর মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় ক্যাব জেলা শাখার সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, সিপিবি জেলা সভাপতি দেবদাস চন্দ বাবু, সোলায়মান আহমেদ, শামীম হোসেন, মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী নেতা লিয়াকত আলী খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, তরুণ সংগঠক শিহাব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
বক্তারা বলেন, সয়াবিন তেল এখন মার্কেট আউট। ১/২ লিটারের বোতল কিংবা প্যাকেট পাওয়া যাচ্ছে না। যদিওবা ১৬৫ থেকে ১৮০ টাকা কেজি দরে বিভিন্ন ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল মিলছে, তবুও সেই তেলের সাথে ওই কোম্পানীর অন্যান্য ভোগ্যপণ্য সাথে কিনতে বাধ্য করা হচ্ছে। আমদানীকাক কোম্পানীগুলো চাহিদামতো তেল দিচ্ছেনা বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। এদিকে, সব্জী সহ অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও বেশ চড়া। নতুন আলু বাজারে এলেও দাম কেজিপ্রতি ১২০ টাকার ওপরে, পুরাতন আলু বিক্রী হচ্ছে ৮০/৮৫ টাকা কেজি। তাছাড়া নতুন নতুন সব্জী বাজারে এলেও বাজারে দাম এখনও সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি। কেজিপ্রতি ৭০/৮০ টাকার নীচে সব্জী মিলছে না। নিত্যাপণের বাজার করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠেছে। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা সহ টিসিবি’র ট্রাকসেল ও খাদ্য সহায়তা কমসূচির উপকাভোগীর সংখ্যা বাড়ানোর দাবী জানান বক্তারা। এর আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্রমুল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কার্যকর ব্যবস্থা গ্রহণে ক্যাবের পক্ষ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়াও ক্যাবের পক্ষ থেকে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী সহ স্টেক হোল্ডারদের নিয়ে একটি মতবিনিময়সভা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে ক্যাবের মানববন্ধন

Update Time : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আলু, পেঁয়াজ, সয়াবিন তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়শন অব বাংলাদেশ (ক্যাব)।
৭ ডিসেম্বর শনিবার সকালে শহরের খরমপুর মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় ক্যাব জেলা শাখার সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, সিপিবি জেলা সভাপতি দেবদাস চন্দ বাবু, সোলায়মান আহমেদ, শামীম হোসেন, মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী নেতা লিয়াকত আলী খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, তরুণ সংগঠক শিহাব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
বক্তারা বলেন, সয়াবিন তেল এখন মার্কেট আউট। ১/২ লিটারের বোতল কিংবা প্যাকেট পাওয়া যাচ্ছে না। যদিওবা ১৬৫ থেকে ১৮০ টাকা কেজি দরে বিভিন্ন ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল মিলছে, তবুও সেই তেলের সাথে ওই কোম্পানীর অন্যান্য ভোগ্যপণ্য সাথে কিনতে বাধ্য করা হচ্ছে। আমদানীকাক কোম্পানীগুলো চাহিদামতো তেল দিচ্ছেনা বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। এদিকে, সব্জী সহ অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও বেশ চড়া। নতুন আলু বাজারে এলেও দাম কেজিপ্রতি ১২০ টাকার ওপরে, পুরাতন আলু বিক্রী হচ্ছে ৮০/৮৫ টাকা কেজি। তাছাড়া নতুন নতুন সব্জী বাজারে এলেও বাজারে দাম এখনও সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি। কেজিপ্রতি ৭০/৮০ টাকার নীচে সব্জী মিলছে না। নিত্যাপণের বাজার করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠেছে। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা সহ টিসিবি’র ট্রাকসেল ও খাদ্য সহায়তা কমসূচির উপকাভোগীর সংখ্যা বাড়ানোর দাবী জানান বক্তারা। এর আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্রমুল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কার্যকর ব্যবস্থা গ্রহণে ক্যাবের পক্ষ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়াও ক্যাবের পক্ষ থেকে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী সহ স্টেক হোল্ডারদের নিয়ে একটি মতবিনিময়সভা করা হয়েছে।