Dhaka ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে হেরোইনসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ২৫১ Time View

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৫ গ্রাম হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহবায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে পৌরশহরের কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌরশহরের মধ্য কালিনগর এলাকার মজিবর রহমানের ছেলে শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম (৩২), একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে হাবির উদ্দিন (৪৫), গড়কান্দা এলাকার আশ্রাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২), শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমড়ী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে নাজমুল হক (২৭)
পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলম, হাবির উদ্দিন, শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীতে হেরোইনসহ গ্রেফতার ৪

Update Time : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৫ গ্রাম হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহবায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে পৌরশহরের কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌরশহরের মধ্য কালিনগর এলাকার মজিবর রহমানের ছেলে শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম (৩২), একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে হাবির উদ্দিন (৪৫), গড়কান্দা এলাকার আশ্রাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩২), শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমড়ী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে নাজমুল হক (২৭)
পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলম, হাবির উদ্দিন, শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।