Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য আটক, ৫৫টি মোবাইল ফোন সেট উদ্ধার

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট রঘুনাথ বাজার (টাউন হলের বিপরীতে) কোরাইশী কমপ্লেক্সের কেচি গেইটের তালা কেটে মাহি টেলিকম দোকানে ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যরা ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যাবার সময় রঘুনাথ বাজার থানার মোড়ে সদর থানার টহল পুলিশের দল তাদের আটক করেছে।

আটককৃতরা হলো- শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লার আঃ রহমানের ছেলে আকরাম (৩৫), গৌরীপুর মহল্লার সেলিম মিয়ার ছেলে বাবু (২১), খরমপুর মহল্লার বাদশা মিয়ার ছেলে শিমুল মিয়া ও শিমুল চোরা (৩০), সদর উপজেলার বাজিতখিলা পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (১৮), ঢাকা জেলার লালবাগ শহীদ নগর মৃত আব্দুল এর ছেলে মোঃ রানা মিয়া (৩০), একই জেলার বালুঘাট শহীদ নগর বাবুলের ছেলে মোঃ ফারুক (২৪), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইট ভাঙ্গা গ্রামের মৃত আঃ কুদ্দুছের ছেলে রিয়াজুল (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৫), যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৩২)।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের নিউমার্কেট রঘুনাথ বাজার (টাউন হলের বিপরীতে) কোরাইশী কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবাসায়ী মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার সোমবার রাতে তার দোকানের সার্টার তালাবদ্ধ করে চলে যায়। এদিকে ওই আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের ১০ সদস্যরা মঙ্গলবার ভোর রাতে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ কেচি গেইটের তালা প্রথমে কেটে ভিতরে ঢোকে। এসময় তারা ওই কমপ্লেক্সের মাহি টেলিকম দোকানের সার্টারের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট ভরে নিয়ে যাবার সময় জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশের কর্তব্যরত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইনাল হক সঙ্গীয় ফোর্সসহ ওই চোরদলকে চ্যালেঞ্জ করে। এসময় তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ হাতেনাতে আটক করে। পরে তিনটি ব্যাগ ভর্তি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

এদিকে মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান তার দোকানে চুরি হওয়া ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল সেট গুলোর আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা।

পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্য আটক, ৫৫টি মোবাইল ফোন সেট উদ্ধার

Update Time : ০৫:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট রঘুনাথ বাজার (টাউন হলের বিপরীতে) কোরাইশী কমপ্লেক্সের কেচি গেইটের তালা কেটে মাহি টেলিকম দোকানে ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৪টার দিকে আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যরা ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যাবার সময় রঘুনাথ বাজার থানার মোড়ে সদর থানার টহল পুলিশের দল তাদের আটক করেছে।

আটককৃতরা হলো- শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লার আঃ রহমানের ছেলে আকরাম (৩৫), গৌরীপুর মহল্লার সেলিম মিয়ার ছেলে বাবু (২১), খরমপুর মহল্লার বাদশা মিয়ার ছেলে শিমুল মিয়া ও শিমুল চোরা (৩০), সদর উপজেলার বাজিতখিলা পূর্ব সুলতানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় রহমান (১৮), ঢাকা জেলার লালবাগ শহীদ নগর মৃত আব্দুল এর ছেলে মোঃ রানা মিয়া (৩০), একই জেলার বালুঘাট শহীদ নগর বাবুলের ছেলে মোঃ ফারুক (২৪), লক্ষীপুর জেলার কমল নগর উপজেলার চর সামসউদ্দিন গ্রামের ফারুক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩), চট্টগ্রাম জেলার সন্ধীপ উপজেলার মাইট ভাঙ্গা গ্রামের মৃত আঃ কুদ্দুছের ছেলে রিয়াজুল (৩৫), কুমিল্লা জেলার মোরাদ নগর উপজেলার বিল্লালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৫), যাত্রাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৩২)।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের নিউমার্কেট রঘুনাথ বাজার (টাউন হলের বিপরীতে) কোরাইশী কমপ্লেক্সের মোবাইল ফোন ব্যবাসায়ী মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার সোমবার রাতে তার দোকানের সার্টার তালাবদ্ধ করে চলে যায়। এদিকে ওই আন্তঃজেলা সংঘবদ্ধ চোরদলের ১০ সদস্যরা মঙ্গলবার ভোর রাতে কোরাইশী কমপ্লেক্সের প্রবেশ কেচি গেইটের তালা প্রথমে কেটে ভিতরে ঢোকে। এসময় তারা ওই কমপ্লেক্সের মাহি টেলিকম দোকানের সার্টারের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে ৩টি ট্রাভেল ব্যাগের মধ্যে ৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড নতুন মোবাইল ফোন সেট ভরে নিয়ে যাবার সময় জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় এলাকায় টহল পুলিশের কর্তব্যরত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইনাল হক সঙ্গীয় ফোর্সসহ ওই চোরদলকে চ্যালেঞ্জ করে। এসময় তাদের সাথে থাকা ২টি রড কাটারসহ হাতেনাতে আটক করে। পরে তিনটি ব্যাগ ভর্তি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

এদিকে মাহি টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামারুজ্জামান মিন্টু তালুকদার জানান তার দোকানে চুরি হওয়া ৫৫টি নতুন এন্ড্রয়েড মোবাইল সেট গুলোর আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা।

পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে।