ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবগত ও মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
এসময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন। সভায় নির্বাচনী আচরণবিধি ও বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।
সভায় জামায়াত ইসলামী মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল, বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের প্রতিনিধি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আল বেরুনী মো. আবু রায়হান সহ ইসলামী আন্দোলনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, ইসি’র নির্দেশা মোতাবেক প্রার্থীদেরকে অবশ্যই আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা করতে হবে। কেউ আচরণবিধি না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শ্রীবরদী প্রতিনিধি: 
















