শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ঢাকা মহাসড়কের বয়ড়া পাল পাড়া এলাকায় ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় বাস চাপায় মৌসুমী নন্দী (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
নিহত গৃহবধূ মৌসুমী নন্দী শেরপুর জেলা শহরের পৌরসভার গৃর্দ্দানারায়ণপুর মহল্লার কাজল কুমার নন্দীর স্ত্রী।
প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক ছেলে সন্তানের জননী মৌসুমী নন্দী রোববার সন্ধ্যায় সদর উপজেলার বয়ড়া পাল পাড়া এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে কীর্তনে অংশগ্রহণের জন্য শেরপুর শহরের গৃর্দ্দানারায়ণপুর বাসা থেকে বের হন। এদিকে মৌসুমী নন্দী বয়ড়া পাল পাড়া এলাকায় পৌছামাত্র রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১১-২৯১২ এসি সুপার ডিলাক্স যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে সে ঘটনারস্থলেই নিহত হন। এদিকেব খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে মৌসুমী নন্দীর লাশ উদ্ধার এবং ঘাতক বাসটিকে আটক করে শেরপুর সদর থানার নিয়ে যায়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শেরপুর প্রতিনিধি: 
















