পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শেরপুর জেলা প্রশাসন। ১৪ ডিসেম্বর রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর সদর উপজেলায় অবস্থিত ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এই অভিযানে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটা গুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্র্ণ এবং নিলুফা ইয়াছমিন মিতু।
এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানা পুলিশ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
ভ্রাম্যমাণ আদালতে শেরপুর সদর উপজেলার মনকান্দা, তাতালপুর এলাকায় অবস্থিত ৩টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে পরিচালনার দায়ে ৩টি ভাটার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
যেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো- মেসার্স এম আর এইচ ব্রিকস-০১ (জিগজ্যাগ) এই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে ইটভাটার কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস- এই ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ইটভাটাটির কাঁচা ইট ধ্বংস করা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-এই ইটভাটাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ইটভাটাটির কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে পরিবেশ সুরক্ষায় তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরিবেশ আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেরপুর প্রতিনিধি: 

















