জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়োজনে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিলটি শেরপুর জেলা শহরের শহীদ স্কয়ার থানার মোড় থেকে বের জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষে হয়। বিক্ষোভ মিছিল থেকে ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ফ্যাসিবাদের গদিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আর.কে. রেজা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আরিফ সাফফারী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।
শেরপুর প্রতিনিধি: 






















