“প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সকালে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়।
পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান। এসময় সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী প্রতিনিধি: 








