খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় বগুড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। ৮ নভেম্বর শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের উদ্যোগে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই জুয়েলের গোলে শেরপুর জেলা দল এগিয়ে যায়। শেরপুর জেলার মুহূর্মুহু আক্রমণে পুরো খেলায় সমতা ফেরাতে পারেনি বগুড়া দল।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ হযরত আলী, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক খন্দকার আব্দুল হামিদ, সদস্য সচিব সৈয়দ রেজাউল করিম মনি প্রমুখ।
খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন শেরপুর দলের খেলোয়াড় ইমরান। আর ম্যান অব দি টুর্ণামেন্ট হয়েছেন শেরপুরের খেলোয়াড় জুয়েল। সেরা গোলকিপার হয়েছেন রাহুল। দীর্ঘদিন পর অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে উঠে এবং উৎসবমুখর পরিবেশে দর্শকরা খেলাটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে। পিছিয়ে পড়া শেরপুর জেলাকে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে আরও চাঙ্গা করতে এই টুর্ণামেন্টের আয়োজন। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টিসহ ফুটবলকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে করে শেরপুরের যুব সমাজ মাদকাসক্তি থেকে খেলার দিকে মনোযোগী হয়।
উল্লেখ্য, নকআউট ভিত্তিক এই টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা।
নিজস্ব প্রতিবেদক : 









