শেরপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহনুর ইসলাম সাইম, সিনিয়র যুগ্ম সচিব মনিবুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : 









