শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শ্রীবরদী সরকারি কলেজে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে শ্রীবরদী সরাকরি কলেজ গেইটে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। তিনি বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টার নির্দেশনা মোতাবেক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শ্রীবরদী সরকারি কলেজে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কলেজ গেইটে প্রবেশের সময় কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা নেওয়া হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার দ্রুত নিশ্চিত করা যাবে। তিনি আরো বলেন, খাতায় হাজিরা নিতে গেলে ১০-১৫ মিনি সময় চলে যেতো। স্ক্যানারের মাধ্যমে হাজিরা নেওয়া শিক্ষাকরা এখন শ্রেণিকক্ষে বেশি সময় পাঠদান করাতে পারবে। এছাড়াও ৩২টি সিসি ক্যামেরা দ্বারা ক্লাসরুম সহ কলেজ ক্যাম্পস সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এসময় প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তাউহিদুল আলম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের সার্বিক উন্নয়ন, পরিবেশ, পাশের হার বৃদ্ধি ও পড়াশোনর মান উন্নয়নে কলেজ কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।
News Title :
শ্রীবরদী সরকারি কলেজে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা উদ্বোধন
-
শ্রীবরদী প্রতিনিধি: - Update Time : ০১:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- ১৬২ Time View
Tag :
Popular Post










