২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি (ইনব্রিড ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে পরিষদ চত্বরে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শশাঙ্ক শেখর ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার মাঠে চাষযোগ্য ৪৪৫ জন কৃষকের মাঝে সবজি বীজ, রাসায়নিক সার ও বসতবাড়িতে চাষযোগ্য ২৪০ জন কৃষকের মাঝে বীজ দেওয়া হয়।
শ্রীবরদী প্রতিনিধি : 









