শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়াও সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সুরে সুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শেরপুর জেলা পুলিশ দল, ব্যাটালিয়ন আনসার দল, ফায়ার সার্ভিস দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্যারেড অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা, বিভিন্ন স্বায়ত্ত-শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহরের বিভিন্ন মোড়ে নানা রংয়ের পতাকা দিয়ে সাজানো হয়।
এসময় শেরপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, শেরপুর-১ সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে ডিসি উদ্যান চত্বরে বিজয় মেলা (চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) আয়োজন, সকাল ১১টা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বাদ যোহর সকল মসজিদ, মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।
শেরপুর প্রতিনিধি: 
















