শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
জেলার শিশু বিষয়ক কর্মকতা মোঃ আসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: আব্দুল কাদের, শেরপুর মডেল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সেলিম মিয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান পালোয়ান।
প্রতিযোগিতায় রচনা, চিত্রাংকন ও আবৃত্তি পৃথক তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ১৬ ডিসেম্বর ডিসি উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
শেরপুর প্রতিনিধি: 
















