নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)। ১৪ ডিসেম্বর রোববার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শ্রীবরদী পৌর বাজারের বিভিন্ন জায়গায় প্রার্থীদের পোস্টার অপসারণ করেন।
অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পোস্টার অপসারেণ জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম সহ পুলিশ ফোর্স, পৌরসভার স্টাফরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তফসিল ঘোষণা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণের নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এসময় তিনি নির্বাচনের আইন মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা করার আহ্ববান জানান।
শ্রীবরদী প্রতিনিধি : 

















