শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বালিজুরী ও সিংগাবরুণা ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা করা হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে বালিজুরী উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। সভায় কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ। আরো বক্তব্য রাখেন রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী প্রতিনিধি: 

















