ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটি শেরপুরের সদস্যরা।
১৩ ডিসেম্বর শনিবার দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে থেকে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান ও বিভিন্ন স্লোগান দেয়।
পরে বিক্ষোভ শেষে থানা মোড় এ এক সংক্ষিপ্ত সমাবেশে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটির নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করে বক্তব্য প্রদান করেন।
শেরপুর প্রতিনিধি: 

















