সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বাদ আসর শহরের পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা বিএনপির উদ্যোগে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদস্য সচিব জাফর আলী প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
শেরপুর প্রতিনিধি: 








