‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে সাইবার সিকিউরিটি এবং এআই এওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, এ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক ব্যবহারের বিষয়ে জ্ঞান লাভ করবে। এছাড়া এ সেমিনার তরুণদের ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, নিরাপদ প্রযুক্তি ব্যবহারে অভ্যস্তকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : 









