শেরপুর জেলার নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবীতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। ১১ নভেম্বর মঙ্গলবার শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে অফিস প্রাঙ্গণে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি পালিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছিন খন্দকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিতু ঘোষ সহ উপ-সহকারী কর্মকর্তা ও কর্মচারীরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালিত হয়েছে।
উপজেলা কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ বলেন, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে। আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উক্ত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানাচ্ছি।
শ্রীবরদী প্রতিনিধি: 









