বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার দুপুর থেকে দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার আয়োজনে এই দিবসটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।
ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জেলা শহরজুড়ে ছিলো নেতাকর্মীদের ঢল, ব্যানার- ফেস্টুনে সেজে ওঠে জেলা শহর।
এই বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তার নেতৃত্বে হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম (ভিপি), শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব মোঃ জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে জনগণকে একত্রিত করে ছিলেন, আজ তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে নেতৃত্ব দিচ্ছেন। এই দিবস শুধু অতীত স্মরণের নয়, এটি আমাদের নতুন প্রতিজ্ঞা-গণতন্ত্র, ন্যায় ও স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার শপথ।
শেরপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিন নয়-এটি জাতীয় চেতনার প্রতীক, স্বাধীনতার রক্ষাকবচ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই আমরা এগিয়ে যাচ্ছি। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো-ফিরিয়ে আনবো জনগণের গণতন্ত্র।
তিনি আরও বলেন, জনগণ আজ আমাদের পাশে আছে, মাঠে আছে, হৃদয়ে আছে। নির্বাচন ঘনিয়ে এসেছে-এখনই সময় ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার। আপনাদের ঘাম, শ্রম ও ভালোবাসায় গণতন্ত্রের সূর্য আবার উদিত হবে ইনশাআল্লাহ।
নিজস্ব প্রতিবেদক : 









