বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, শেরপুুর ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস কক্ষে ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের পরিচয় প্রদান এবং ইউনিটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ, ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাসেবী ও যুব কার্যক্রম সামাজিক অন্তর্ভূক্তি ও মানবিক সহায়তা প্রদান, বিভিন্ন প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় কার্যনির্বাহী ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী এ্যাডভোকেট আব্দুল মান্নান (পিপি), সদস্য রাজিয়া সামাদ ডালিয়া, এ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, মোঃ আব্দুল বাতেন, মোঃ শাহনুর রহমান সাঈম, মোঃ আলমগীর হোসেন, তান্না ইসলামসহ শেরপুর জেলা ইউনিট অফিসার ইউএলও ইমরান হোসাইন ও যুব ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : 









