‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, সাদা ছড়ি শুধু দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়ক নয়, এটি তাদের আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তিনি সকলকে দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকদের প্রতি আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনেআরা বেগম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 









