Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী নালিতাবাড়ীতে আটক শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে এক কিশোরীর আত্মহত্যা শেরপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত: বাস আটক শেরপুরে ব্যানার-পোস্টার অপসারণে মাঠে নেমেছে পৌর প্রশাসন শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেরপুরে ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ৮ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নালিতাবাড়ী সীমান্তে বিজিবি’র ওপর বেপরোয়া চোরাকারবারীদের হামলা, আটক ৩

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে পরপর কয়েকটি চোরাচালান জব্দ করার ঘটনায় বিজিবি’র ওপর চড়াও হয়েছে চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্তবর্তী এলাকায় টহল জোরদারের পাশাপাশি গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা না রেখে বন্ধের নির্দেশনা দিতে গেলে বিজিবি, চোরাকারবারীদের স্বজন ও এলাকাবাসীর মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিজিবির উপর চড়াও হলে ফাঁকা গুলি ছোঁড়ে দৌড়ে প্রাণে রক্ষা পেয়েছে ৩৯ ব্যাটালিয়নের অধীনে থাকা রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। গতকাল রোববার রাত দশটার দিকে উপজেলা সীমান্তবর্তী গ্রাম পানিহাতা মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বিজিবির ওপর হামলার ঘটনায় তিন এলাকাবাসীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে দিয়েছে বিজিবি। এরা হলো-পানিহাতা গ্রামের সামাদুল ইসলাম (৩৮), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল হাই (৩০)।

সরেজমিনে গেলে স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ৫ আগস্টের পর থেকে নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী এলাকা গুলো দিয়ে মাদকসহ সবধরণের চোরাচালান ব্যাপক হারে বেড়ে গেছে। সম্প্রতি চোরাচালান বন্ধে মাঠে নামে বিজিবি। এরই অংশ হিসেবে গত ৫ জানুয়ারি রাতে পানিহাতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২টি ভারতীয় গরু, ১০ জানুয়ারি রাতে পানিহাতা তালতলার মাঠ থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য এবং সবশেষ ১০ জানুয়ারি রাতে পানিহাতা চায়না মোড় এলাকার একটি মাঠ থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ নিয়ে চোরাকারবারী দলের সদস্যরা বিজিবির ওপর ক্ষিপ্ত হয়। পাশাপাশি চোরাকারবারী দুই পক্ষের মাঝে ছয় তৈরি হয়। এ ছন্দের জেরে ১২ জানুয়ারি দপুরে পানিহাতা চায়না মোড়ে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় সীমান্তে কড়াকড়ি করে রামচন্দ্রকুড়া বিজিবি। রাত গভীর হওয়ার আগেই পানিহাতা এলাকার সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে টহল জোরদার করে।

এদিকে রাত ১০টার দিকে পানিহাতা মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বারসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চলে যেতে নির্দেশনা দেন এবং লাঠি চার্জ করেন। এতে স্থানীয়রাসহ চোরাচালানে জড়িতদের স্বজনরা বিজিবির ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আক্রমণকারীদের ধরতে রাতেই ওই এলাকায় অভিযান চালায়।

স্থানীয়রা অভিযোগ করেন, বিজিবি আগে কোন সতর্কতা ছাড়াই দোকাঠি বসে থাকা সাবেক ইউপি সদস্যসহ অন্যদের ওপর। লাঠিচার্জ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিজিবিকে অবরুদ্ধ করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের বাড়িঘরে হামলা করে। তারা আরও বলেন, বিজিবির ওপর হামলার ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা ওই হামলার ঘটনায় জড়িত নন।

সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, আমি বাসার কাছেই মসজিদ মোড়ে দোকানে বসে চা পান করছিলাম। এসময় হঠাৎ করেই বিজিবির টহলরত সদস্যরা আমাদের উপর লাঠিচার্জ করে। যা দুঃখজনক। চোরাচালান বন্ধ হোক, আমরাও চাই। তবে সাধারণ মানুষ যেন হয়রাণীর শিকার না হয়।

মাসুদ রানা রতন জানান, সীমান্তে চোরাচালান বেড়ে গেছে। এদের কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা এব অবসান চাই। আমরা শান্তিতে থাকতে চাই। পাশাপাশি বিজিবি যেন সাধারণ মানুষকে হয়রাণী না করে সে জন্য অনুরোধ জানাই।

তবে নীরিহ কাউকে হয়রাণী করা হচ্ছে না বলে জানিয়েছে বিজিবি। বিজিবির ওপর হামলা এবং চোরাচালানে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবির হাসান মজুমদার জানান, সম্প্রতি চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং চোরাচালান হব্দের ঘটনায় চোরাকারবারীরা বিজিবির ওপর চড়াও হয়ে হামলা চালায়া সীমান্তে চোরাচলান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ী সীমান্তে বিজিবি’র ওপর বেপরোয়া চোরাকারবারীদের হামলা, আটক ৩

Update Time : ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে পরপর কয়েকটি চোরাচালান জব্দ করার ঘটনায় বিজিবি’র ওপর চড়াও হয়েছে চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্তবর্তী এলাকায় টহল জোরদারের পাশাপাশি গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা না রেখে বন্ধের নির্দেশনা দিতে গেলে বিজিবি, চোরাকারবারীদের স্বজন ও এলাকাবাসীর মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিজিবির উপর চড়াও হলে ফাঁকা গুলি ছোঁড়ে দৌড়ে প্রাণে রক্ষা পেয়েছে ৩৯ ব্যাটালিয়নের অধীনে থাকা রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। গতকাল রোববার রাত দশটার দিকে উপজেলা সীমান্তবর্তী গ্রাম পানিহাতা মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বিজিবির ওপর হামলার ঘটনায় তিন এলাকাবাসীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে দিয়েছে বিজিবি। এরা হলো-পানিহাতা গ্রামের সামাদুল ইসলাম (৩৮), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল হাই (৩০)।

সরেজমিনে গেলে স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ৫ আগস্টের পর থেকে নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী এলাকা গুলো দিয়ে মাদকসহ সবধরণের চোরাচালান ব্যাপক হারে বেড়ে গেছে। সম্প্রতি চোরাচালান বন্ধে মাঠে নামে বিজিবি। এরই অংশ হিসেবে গত ৫ জানুয়ারি রাতে পানিহাতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২টি ভারতীয় গরু, ১০ জানুয়ারি রাতে পানিহাতা তালতলার মাঠ থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য এবং সবশেষ ১০ জানুয়ারি রাতে পানিহাতা চায়না মোড় এলাকার একটি মাঠ থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ নিয়ে চোরাকারবারী দলের সদস্যরা বিজিবির ওপর ক্ষিপ্ত হয়। পাশাপাশি চোরাকারবারী দুই পক্ষের মাঝে ছয় তৈরি হয়। এ ছন্দের জেরে ১২ জানুয়ারি দপুরে পানিহাতা চায়না মোড়ে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় সীমান্তে কড়াকড়ি করে রামচন্দ্রকুড়া বিজিবি। রাত গভীর হওয়ার আগেই পানিহাতা এলাকার সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে টহল জোরদার করে।

এদিকে রাত ১০টার দিকে পানিহাতা মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বারসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চলে যেতে নির্দেশনা দেন এবং লাঠি চার্জ করেন। এতে স্থানীয়রাসহ চোরাচালানে জড়িতদের স্বজনরা বিজিবির ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আক্রমণকারীদের ধরতে রাতেই ওই এলাকায় অভিযান চালায়।

স্থানীয়রা অভিযোগ করেন, বিজিবি আগে কোন সতর্কতা ছাড়াই দোকাঠি বসে থাকা সাবেক ইউপি সদস্যসহ অন্যদের ওপর। লাঠিচার্জ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিজিবিকে অবরুদ্ধ করেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের বাড়িঘরে হামলা করে। তারা আরও বলেন, বিজিবির ওপর হামলার ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা ওই হামলার ঘটনায় জড়িত নন।

সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, আমি বাসার কাছেই মসজিদ মোড়ে দোকানে বসে চা পান করছিলাম। এসময় হঠাৎ করেই বিজিবির টহলরত সদস্যরা আমাদের উপর লাঠিচার্জ করে। যা দুঃখজনক। চোরাচালান বন্ধ হোক, আমরাও চাই। তবে সাধারণ মানুষ যেন হয়রাণীর শিকার না হয়।

মাসুদ রানা রতন জানান, সীমান্তে চোরাচালান বেড়ে গেছে। এদের কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা এব অবসান চাই। আমরা শান্তিতে থাকতে চাই। পাশাপাশি বিজিবি যেন সাধারণ মানুষকে হয়রাণী না করে সে জন্য অনুরোধ জানাই।

তবে নীরিহ কাউকে হয়রাণী করা হচ্ছে না বলে জানিয়েছে বিজিবি। বিজিবির ওপর হামলা এবং চোরাচালানে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবির হাসান মজুমদার জানান, সম্প্রতি চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং চোরাচালান হব্দের ঘটনায় চোরাকারবারীরা বিজিবির ওপর চড়াও হয়ে হামলা চালায়া সীমান্তে চোরাচলান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।